খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে সরকার উৎখাতের হুঁশিয়ারি ফখরুলের

- আপডেট সময় : ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সরকার উৎখাতের হুমকি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। গতরাতেও খালেদা জিয়া পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হয়েছে বলেও জানান তিনি।
বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মঙ্গলবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় সমাবেশ করে মহানগর
এতে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। দ্রুত তাদের দাবি মেনে নিতে সরব ছিলেন নেতারা।
খালেদা জিয়াকে নিয়ে ৪০১ ধারায় মুক্তির বিষয়ে সরকার ও আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন দলের নেতারা। দাবি আদায়ে কঠোর আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।
দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন,খালেদা জিয়ার অসুস্থ্যতা নিয়ে বিএনপি রাজনীতি করে না। বরং আওয়ামী লীগ মিথ্যাচার করছে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাদেশে শিক্ষার্থীদের হাফ পাস মেনে নেওয়া উচিত। ইউপি নির্বাচনে সহিংসতার কারণে আওয়ামী লীগ প্রার্থীদের পরাজয় শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য। তার কিছু হলে দেশের জনগণ ছাড়বে না বলে আবারও সরকারকে হুঁশিয়ারিও দেন তিনি।
সরকারের শুভবুদ্ধির উদয় না হলে আগামী দু’দিন পর আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান, বিএনপি মহাসচিব।