খালেদা জিয়াকে জামিন দেয়া না দেয়াটা আদালতের এখতিয়ার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জামিন দেয়া না দেয়াটা আদালতের এখতিয়ার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে প্যারোল মুক্তির বিষয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে কোন আবেদন আসেনি বলে জানান তিনি।
সকালে গুলশানে একটি স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির দায়ে খালেদা জিয়া কারাগারে থাকায় আদালতের মাধ্যমেই তার জামিন হতে হবে। এ ব্যাপারে সরকারের কোন হস্তক্ষেপ নেই বলেও জানান তিনি। আর প্যারোলের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে কোন আবেদন জমা হয়নি। আর এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রনালয় বা সরকারের কিছু করার নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী ।