খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে আইন কোনো বাধা নয়; অন্তরায় এই অবৈধ সরকার

- আপডেট সময় : ০১:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে আইন কোনো বাধা নয়। অন্তরায় এই অবৈধ সরকার। তারা গণতন্ত্রের মূলকণ্ঠকে স্তব্ধ করতে দিতে চায়। সরকার আইনের অপব্যবহার করে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মৌন মিছিল কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। এদিন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত এই কর্মসূচি পালনে পুলিশ বাধা দেয়ায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্তভাবে সমাবেশ করেন তারা। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে। একারণেই দেশের মানুষ মৌলিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার থেকে বঞ্চিত।