খালেদা জিয়াকে উপযুক্ত চিকিৎসা না দিয়ে হত্যার পরিকল্পনা করছে সরকার : ফখরুল

- আপডেট সময় : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আবারো নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করছে সরকার। এ কারনে খালেদা জিয়াকে বীনা চিকিৎসায় হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী শ্রমীকদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একই সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা খালেদা জিয়ার জীবন রক্ষায় অতিতের মতো দুর্বার গণ আন্দোলন শুরু করতে নেতা কর্মীদের প্রস্তুত থাকার পাশাপাশি সরকারের প্রতিও হুশিয়ারী জানান।
দুর্যোগপুর্ণ আবহাওয়া উপেক্ষা করে নেতা কর্মীরা আসতে থাকেন বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবি জানাতে। সমাবেশে শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশনেন। শ্লোগানে শ্লোগানে মুখন হয়ে হয়ে গোটা এলাকা। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ ও গণতন্ত্রের অস্তিত্বকে অস্বীকার করতেই খালেদা জিয়াকে বীনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনে লোক দেখানো পরিবর্তন এনে ফের ক্ষমতা দখল করতে চায় সরকার। আর এই প্রক্রিয়া সহজ করতেই তারা খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করেছে।
সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা সরকারকে হুশিয়ারি জানিয়ে বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে অতিতের মতো দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।
এদিকে জাতীয় প্রেসক্লাবের হলরুমে কল্যান পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচীতে ২০ দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার স্বার্থে বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহবান জানান দলটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতিক।