খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সারাদেশে চলছে অনশন কর্মসূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৮৪৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীসহ সারাদেশে চলছে অনশন কর্মসূচি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে কর্মসূচি শুরু হয় বেলা ১১টায়, চলবে দুপুর ২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের আগেই খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন অনশনে। অবিলম্বে অসুস্থ্য খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার দাবি তাদের।
বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও পেশাজীবিরাও অনশন কর্মসূচিতে সংহতি জানান। নেতাকর্মীরা বলেন, সরকার পতনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

















