ষড়যন্ত্রের মাধ্যম হিসেবে বিএনপিকে ব্যবহার করা হচ্ছে : মাহবুব উল আলম হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১৯০৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন থাকলে তাকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে।
সকালে কুষ্টিয়ার একটি বেসরকারী কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় হানিফ আরো বলেন, ফায়দা নিতেই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন বিএনপি নেতারা। উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা থাকলে তারা আইনি প্রক্রিয়া এড়িয়ে যেতেন না বলে উল্লেখ করেন মাহবুব উল আলম হানিফ। তিনি আরও বলেন, জাতি আশঙ্কা করছে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের মাধ্যম হিসেবে বিএনপিকে ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।