খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৩ সেপ্টেম্বর
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:১৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
 - / ১৬৫৮ বার পড়া হয়েছে
 
রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা এক মামলাসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত।
এসব মামলায় আজ খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এর প্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক নতুন এ দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ মোট ১১টি মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল আজ।
																			
																		














