খালেদা জিয়ার স্লো পয়জনিং হলে সেজন্য দায়ী থাকবে বিএনপি: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ১১:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার স্লো পয়জনিং হলে সেজন্য দায়ী থাকবে বিএনপি। আর এতে হুকুমের আসামী হবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়েই চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন বেগম জিয়া। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা।
ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে বিকেলে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এ সময় ওবায়দুল কাদের বলেন, স্লো পয়জনিং নিয়ে বিএনপি মহাসচিবের অভিযোগ- বেগম খালেদা জিয়াকে দল থেকে মাইনাস করার অগ্রিম বার্তা।
খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে বিএনপি জনগণকে জিম্মি করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরামের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এসময় চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যেতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি।
গুজব-সন্ত্রাস থেকে দেশকে রক্ষায় সমাজের সর্বত্র সুশিক্ষার আলো পৌঁছে দেয়ার প্রতিও গুরুত্বারোপ করেন আওয়ামী লীগের এই নেতা।