খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বলে ঘোষণা

- আপডেট সময় : ০২:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি বুধবার জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বলে ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, আন্দোলন ছাড়া পথ নেই। তীব্র প্রতিবাদের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে। জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি উদ্যেগে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা বলেন, গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়ে সরকার জুলুম নির্যাতন চালাচ্ছে। সমাবেশে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ২৪ নভেম্বর জেলা প্রশাসকদের স্মারকলিপি দেয়া হবে। সুব্যবস্থা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারী দেন তিনি।
এছাড়া, ফখরুল আরো বলেন, এই সমাবেশ প্রমাণ করে সরকার ভয়ংকরভাবে বিএনপির গণতন্ত্র অধিকার কেড়ে নিচ্ছে।