খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে কোন পরিণতি সরকারকে ভোগ করতে হবে : ফখরুল

- আপডেট সময় : ০৯:৪৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৭২৫ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে কোন পরিণতি সরকারকে ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারী দেন তিনি।
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশে দেয়া বক্তব্যে এই হুঁশিয়ারী দেন দলের মহসচিব মির্জা ফখরুল। সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র নেতারা। যেকোন মূল্যে বেগম জিয়াকে মুক্ত করার প্রত্যয় জানান দলের নেতারা। এসময় স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুদ্ধ করেই দেশ স্বাধীন করতে হয়েছে। তেমনি শুধু বক্তৃতায় বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে না। দলের চেয়ারপার্সন এখনো বন্দী, উপযুক্ত চিকিৎসা পান না, জামিন পান না জানিয়ে গয়েশ্বর বলেন, অথচ দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জামিন পায়। বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রয়োজনের মুহুর্তে মাঠে না থাকায় ১৫ বছরে আন্দোলনের ফল বিএনপি ঘরে তুলতে পারেনি। কর্মীদের মনে ভয় থাকাতে পাল্টা মিছিল বের না করায় ২৮ অক্টোবর আন্দোলন সফল হয়নি।