খালাসী পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে সাবেক জিএমসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
খালাসী পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএমসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
দুপুরে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দিন আহমেদ। দুদক জানায়, ৮৬৩ টি পদে খালাসী নিয়োগের নামে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়ার কথা বলে এক কোটি ২ লাখ ৪৪ হাজার টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। ২০১৩ সালে খালাসী পদে ৮৬৩ জনকে নিয়োগ দেয়ার কথা বলে বিজ্ঞপ্তি প্রকাশের করে রেলওয়ে। ২০১৫ সালে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু নিয়োগে অনিয়োমের অভিযোগে মামলা হয় ২০১৬ সালে। টানা চার বছর তদন্তের পর অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।























