খাদ্য সহায়তা পাচ্ছেন না মৌলভীবাজার জেলার কর্মহীন মানুষ

- আপডেট সময় : ০২:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনা সংকটে মৌলভীবাজার জেলার কর্মহীন মানুষ মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেছেন। তবুও তাদের বেশিরভাগ খাদ্য সহায়তা পাচ্ছেন না। ত্রাণ বিতরণ কাজে নিয়োজিত দায়িত্বশীল কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত ত্রাণ মজুত আছে এবং ঘরে ঘরে বিতরণ করা হচ্ছে। তারপরও সরকারের পাশাপাশি বিত্তবানরাও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শাসক দলের জনপ্রতিনিধিরা।
মৌলভীবাজারে প্রাণঘাতি করোনা সংকটে কর্মহীন অসহায় মানুষের মাঝে সরকারি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে প্রায় প্রতিদিনই ত্রাণ বিতরণ করা হচ্ছে।তবে মানুষের অভিযোগ, তারা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের কাছে বার বার ধর্ণা দিয়েও ত্রাণ পাচ্ছেন না।
৮ মে জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত বরাদ্দ পাওয়া ১ হাজার ৯৭৫ মেট্রিক টন চাল ও নগদ ৮০ লাখ ৭০ হাজার টাকা জেলার সাধারণ খেটে খাওয়া মানুষে মধ্যে বিতরণ কার্যক্রম চলছে।
সরকারি বরাদ্দ পাওয়া চাল প্রতিটি ওয়ার্ডে সঠিকভাবে বিতরণ করা হচ্ছে বলে জানালেন এই ইউপি চেয়ারম্যান।
সদর উপজেলা পরিষদ থেকে প্রতিদিন ১২টি ইউনিয়নে ২ মেট্রিক টন করে চাল দেয়া হচ্ছে বলে জানান উপজেলা চেয়ারম্যান।
জাতির এই দুর্যোগে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান সাবেক চিফ হুইপ।
করোনা সংকটে কর্মহীন মানুষগুলোর জন্য ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে- এমনটাই প্রত্যাশা সকলের।