খাদ্য মন্ত্রণালয়ে এক বছরে কোন কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতি করতে পারেনি
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
খাদ্য মন্ত্রণালয়ে এক বছরে কোন কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতি করতে পারেনি বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তে বার্ষিক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি । এ সময় খাদ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শুদ্ধাচার সেমিনার করা হয়েছে।তারা যেন দুর্নীতির উর্ধে থেকে সফল মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলে। তিনি বলেন, সরকার অ্যাপ এর মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করেছে।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।





















