খাদ্যাভাবে কঙ্কালসার হয়ে গেছে গাজার শিশুরা

- আপডেট সময় : ০৫:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ১৫১৮ বার পড়া হয়েছে
গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। আন্তর্জাতিক সহায়তা বন্ধ করে দেওয়ার ফলে সেখানে শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। শিশুখাদ্যের মজুদ প্রায় শেষ, হাসপাতালগুলোয় ভর্তি শিশুদের পাশাপাশিও শত শত শিশু রয়েছে যাদের জন্য কোনো দুধ বা বিকল্প পুষ্টিসামগ্রী নেই।
গাজার এক চিকিৎসক জানান, “এই মুহূর্তে আমাদের হাতে মাত্র এক সপ্তাহের মতো ফর্মুলা (শিশুখাদ্য) রয়েছে। অথচ হাসপাতালের বাইরেও এমন অনেক শিশু আছে, যাদের জন্য কিছুই নেই। কী ভয়াবহ অবস্থা, তা ভাষায় প্রকাশ করা যায় না।”
বিশেষজ্ঞরা যে দুর্ভিক্ষের আশঙ্কা করে আসছিলেন, সেটি এখন বাস্তবে রূপ নিয়েছে। চিকিৎসকরা বলছেন, খাদ্যের মারাত্মক ঘাটতির কারণে শিশুরা চামড়া ও হাড়ে পরিণত হয়েছে। অনেকেই মৃত্যুর দ্বারপ্রান্তে।
ফিলিস্তিনি ভূখণ্ডে খাদ্য ও ওষুধ প্রবেশে কড়াকড়ি আরোপ করে রেখেছে ইসরায়েল। ফলে গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গাজার মানুষ অভিযোগ করছেন, বেসামরিক নাগরিকদের ক্ষুধার্ত রেখে ইসরায়েল মানবিক বিপর্যয়কে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে।
মানবিক সহায়তার অবিলম্বে পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও ত্রাণকর্মীরা। না হলে অদূর ভবিষ্যতে গাজার শিশুদের সামনে ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা করা হচ্ছে।