খাগড়াছড়ির দুর্গম এলাকার চিকিৎসা বঞ্চিত অসহায় মানুষের পাশে সেনাবাহিনী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি পাহাড়ের দুর্গম এলাকার চিকিৎসা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।
সকালে জেলা সদরের দুর্গম বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন। ঘাসবন সেনা ক্যাম্পের ব্যবস্থাপনায় স্থানীয় ৩ শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছেন। খাগড়াছড়ি সদর জোনের অভিজ্ঞ চিকিৎসকরা তাদের চিকিৎসা দেন। একই সাথে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ দেয়া হয়। এলাকার দরিদ্রদের চিকিৎসা সেবায় সেনাবাহিনী আগামীতেও পাশে থাকবে বলে জানায় সেনাবাহিনী।