খাগড়াছড়ির ঘটনায় ৮৯ জনকে আসামী করে মামলা করেছে বিজিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৬২৩ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির মাটিরাঙ্গার গাজীনগরে সংঘর্ষের ঘটনায় ৮৯ জনকে আসামী করে মামলা করেছে বিজিবি। সরকারি কাজে বাধা ও অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলিবর্ষণে হতাহতের অভিযোগ এনে ১১টি ধারায় বিজিবি’র হাবিলদার ইছহাক মিয়া এ মামলা দায়ের করেন।
স্থানীয়দের দাবি, সেদিনের ঘটনাটি ছিল শুধুর গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ। এতে গ্রামবাসীর কোন সম্পৃক্ততা নেই। মামলার খবর জানাজানি হওয়ায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। এদিকে, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন মাটিরাঙ্গা পৌর মেয়র।



























