খাগড়াছড়িতে ৯ বছরেও চালু হয়নি নির্মিত তিনটি ছাত্রাবাস

- আপডেট সময় : ০৩:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ৯ বছরেও চালু হয়নি নতুন নির্মিত তিনটি ছাত্রাবাস। ২০১১ সাল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশুনার সুবিধার্থে ৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে তিন উপজেলায় এই ছাত্রাবাস তিনটি নির্মাণ করেছে সরকার। দীর্ঘ দিনেও সেগুলো চালু না হওয়ায়, আবাসিক সুবিধাবঞ্চিত দুর্গম এলাকার অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে । এরই মধ্যে ব্যবহারের আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ছাত্রাবাসগুলো।
২০১১ সালে খাগড়াছড়ির মানিকছড়ি, লক্ষীছড়ি ও পানছড়ি উপজেলায় ৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে তিনটি ছাত্রাবাস নির্মাণ করে সরকার। নির্মাণের ৯ বছর পরও সেগুলো চালু হয়নি।
পাহাড়ের দুর্গম ও দূরবর্তী এলাকার প্রাথমিক শিক্ষার্থীদের আবাসিক সুবিধার জন্য দৃষ্টিনন্দন এসব ছাত্রাবাস নির্মাণ করলেও, জনবল সংকটে তা চালু করা যায়নি। দীর্ঘদিনে চালু না হওয়ায় ছাত্রাবাসের বিভিন সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। ভেঙে গেছে চেয়ার টেবিল। ব্যবহারের অনুপযোগী অনেক কক্ষ। নষ্ট হচ্ছে ছাদে লাগানো লাখ টাকার সোলার প্যানেল।
চালু না হলেও লক্ষীছড়ি ও পানছড়ির দুই ছাত্রাবাসের সংস্কারে ১ কোটি ৬৭ লাখ টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। আবাসিক সুবিধা না পেয়ে দুর্গম এলাকার শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে না। অনেকে ঝরে পড়ছে। একারণে দ্রুত ছাত্রাবাসগুলো চালুর দাবি শিক্ষকদের। আর জেলা পরিষদ থেকে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠানো হয়েছে ।
দ্রুত ছাত্রাবাসগুলো চালুর আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ।
দ্রুত ছাত্রবাস তিনটি চালুর মধ্যদিয়ে দুর্গম পাহাড়ি শিশুদের শিক্ষার সুযোগ প্রসারিত হবে-এমনটাই প্রত্যাশা খাগড়াছড়িবাসীর।