কয়েক দফা দাবীতে সিরাজগঞ্জের নৌ বন্দরে শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
 - / ১৫৪৮ বার পড়া হয়েছে
 
বন্দরের অব্যবস্থাপনা দুরিকরন ও নাব্যতা সংকট সমাধান সহ কয়েক দফা দাবীতে সিরাজগঞ্জের নৌ বন্দরে শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট।
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ বন্দরে গেলো দুই দিন আগে থেকে শুরু হওয়া ধর্মঘট ভোর থেকে আরো বড় আকার ধারণ করেছে। এতে করে নৌবন্দরে জাহাজ থেকে তেল, কয়লা, সারসহ অন্যন্য সামগ্রী লোড আনলোডও বন্ধ রয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব জানান, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের একমাত্র ও গুরুত্বপূর্ণ সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌবন্দরে শুস্ক মৌসুমের কয়েক মাস নাব্যতা সংকটে বন্দরে অব্যবস্থাসহ নানাবিধ সমস্যা দেখা দিলেও বিআইডব্লিউটিএ কতৃপক্ষ এর সমাধান না করায় নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা এ ধর্মঘট দিতে বাধ্য হয়েছেন।
																			
																		














