ক্ষমতা হারানোর ভয়ে খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী ক্ষমতা হারানোর ভয়ে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পদ্মাসেতু থেকে ফেলে দেয়ার মতো কুরুচিপূর্ণ হুমকি দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য ক্ষমা না চাইলে একদিন ভয়াবহ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন দলটির মহাসচিব।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এতে ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেয়। খন্ড খন্ড মিছিলের ফলে সড়কে সৃষ্টি হয় যানজটের।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, জিয়া পরিবারের কিছু হলে সারা দেশে কঠোর কর্মসূচি দেয়া হবে। সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানান তারা।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নয়নের নামে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ সরকার।
খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান, মির্জা ফখরুল।
বিএনপি চেয়ারপার্সনের মুক্তি ও সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান, বিএনপি মহাসচিব।