ক্ষমতায় যেতে এখন অনেকেই বিদেশের দিকে তাকিয়ে রয়েছে: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৯:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ক্ষমতায় যেতে এখন অনেকেই বিদেশের দিকে তাকিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, দেশে এখন সেই বাস্তবতা নেই বলে মনে করেন তিনি। একটি গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
গণভবনে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। এতে অংশ নেন দলের কার্যনির্বাহী সংসদের সদস্যরা।
সভার সূচনা বক্তব্যে তিনি বলেন, তৃণমূল ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে সরকার। এবারের ঈদে নির্বিঘ্নে মানুষ বাড়ি যাতায়াত করেছেন বলে জানান, প্রধানমন্ত্রী।
নানা ষড়যন্ত্রের মধ্যেও দেশ এগিয়েছে। তবে,সরকার উৎখাতে এখনো ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেন, শেখ হাসিনা।
জিয়াউর রহমান নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির সংস্কৃতি চালু করেছিল বলেও মন্তব্য করেন, সরকার প্রধান।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।