ক্ষমতায় গেলে সকল গুম-খুনের বিচার করা হবে : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ক্ষমতায় গেলে সকল গুম-খুনের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
গুম-খুনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জাতীয়তাবাদী হেল্প সেল। দলের পক্ষ থেকে ১৪টি পরিবারকে শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদানের টাকা তুলে দেন বিএনপি মহাসচিব। এসময় তিনি বলেন, বিগত বছরগুলোতে বিএনপির ছয়শো নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। ৩৫ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়েছে সরকার। আওয়ামী সরকার জোর করে ক্ষমতায় থাকতে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। আগামীতে বিএনপি আবার সরকার গঠন করলে সব গুম-খুনের বিচার হবে বলে জানান মির্জা ফখরুল আলমগীর।