ক্ষমতায় এসে বিএনপি দেশকে আবার অন্ধকারে ঠেলে দেবে : স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৫:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
বিএনপি দিবা স্বপ্ন দেখছে ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে আবার তারা দেশকে অন্ধকার করে দেবে।
বিএনপিকে এ দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মিত ১টি ফ্লোটিং ক্রেন, ২টি টাগ বোট, ৬টি হাইস্পিড বোট এবং নারয়ণগঞ্জের ডিইডব্লিউয়ে নির্মিত ১টি ইনশোর প্যাট্রোল ভেসেল হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে বহুমূখী পদক্ষেপ নিয়েছে সরকার। কোস্টগার্ডের জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত এসব জলযান হস্তান্তরের মাধ্যমে তাদের সক্ষমতা আরও বাড়বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভেন লিউইন। হস্তান্তর শেষে মন্ত্রী টাগবোট ঘুরে দেখেন এবং এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের পরিস্থিতি কখনোনই শ্রীলঙ্কার মতো হবে না। বিএনপি দ্বিবাস্বপ্ন দেখছে, ক্ষমতায় এসে তারা আবার দেশকে অন্ধকারে নিয়ে যাবে। কিন্তু জনগণ তাদের সঙ্গে নেই।