ক্ষমতাসীন বিজেপিকে বিপুল ভোটে পরাজিত করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে বিপুল ভোটে পরাজিত করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
এই জয়ের মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। ৭০টি আসনের মধ্যে আম আদমি পার্টি জয় পেয়েছে ৬২টি আসনে, ৮টি আসন পায় বিজেপি। কংগ্রেসসহ অন্যান্য দল কোন আসনই পায়নি। পর্যবেক্ষকরা বলছেন, দিল্লিতে এবারের নির্বাচনকে বিজেপি যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণের দিকে ঠেলে দিতে চেয়েছিল সেই চেষ্টা সফল হয়নি। শহরের ভোটাররা শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ বা উন্নয়নের কর্মসূচীকেই শেষ পর্যন্ত বেছে নিয়েছেন। আম আদমি পার্টির হ্যাটট্রিক জয়ে দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মমতা অভিনন্দন বার্তায় বলেন, বিদ্বেষমূলক রাজনীতিতে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল এক ধরনের জবাব।