ক্ষমতাসীনদের জেতাতে নির্বাচন কমিশন ইভিএমে ভোট নেওয়ার ষড়যন্ত্র করছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীনদের জেতাতে নির্বাচন কমিশন ইভিএমে ভোট নেওয়ার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। রিজভী বলেন, ইভিএম পদ্ধতিতে সহজেই ভোটের ফল পরিবর্তন করা যায়। তাই সরকারের তাবেদার নির্বাচন কমিশন ইভিএমে ভোট নিতে বেশি আগ্রহী। একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইভিমএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান তিনি। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনটি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের ঘোষণা দেন রিজভী আহমেদ।