ক্ষমতার মসনদ পোক্ত করতেই প্রধানমন্ত্রীর ভারত সফর : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
ক্ষমতার মসনদ পাকাপোক্ত করতেই প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ভারত সফরের অর্জন জাতির সামনে পরিষ্কার করারও দাবি জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্র উদ্ধারের চলমান আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
রাজধানীর শেরে বাংলা নগরে গাজীপুর জেলা বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এসময় প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে কথা বলেন তিনি।
এদিকে জাতীয় প্রেসক্লাবে ইতি প্রকাশনীর ‘রাজনীতি- পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা । ।সভাপতির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, দেশের স্বার্থে সকল রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও অভিযোগ করেন, দেশের বর্তমান সংকটময় অবস্থার জন্য আওয়ামী লীগ দায়ী।
আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মানুষের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল ।