ক্ষমতায় যাওয়া নয় বিএনপির লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
ক্ষমতায় যাওয়া নয় বিএনপির লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও বসুরহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বেসামাল বিএনপির ক্ষমতায় গেলে দেশের গণতন্ত্র আবারো নসাৎ হবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি এখন খাই খাই পার্টিতে পরিণত হয়েছে জানিয়ে কাদের বলেন, বর্তমানে শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব দেশের ৭০ শতাংশ মানুষ। দন্ডিত আসামি যে দলের নেতা, তাদের দেশের মানুষ সমর্থন দেবে না। ক্ষমতার দাপট না দেখিয়ে মানুষের সাথে ভালো আচরণ করতে নিজ দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের। বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যে প্রতিবাদে এই সমাবেশের আয়োজন।