ক্ষতিগ্রস্ত শেওলা-জকিগঞ্জ সড়ক সংস্কারে মাঠে নেমেছে স্থানীয়রা
- আপডেট সময় : ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ১৫১৩ বার পড়া হয়েছে
জেলা সদরের সাথে দূরত্বের দিকে জকিগঞ্জ দেশের সবচেয়ে দূরবর্তী উপজেলা। ৯০ কিলোমিটার দূরবর্তী এ উপজেলার সাথে সিলেট জেলা সদরের দূরত্ব ২০ কিলোমিটার কমিয়ে এনেছে শেওলা-জকিগঞ্জ সড়ক। বিগত সময়ের দফায় দফায় বন্যায় এ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক সংস্কারের দাবি জানিয়ে আন্দোলনে না গিয়ে ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা।
সিলেটের বিয়ানীবাজারের দুবাগ, জকিগঞ্জের খলাছড়া, বিরশ্রী ও সদর ইউনিয়ন এবং পৌরসভার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র রাস্তা হলো শেওলা-জকিগঞ্জ সড়ক। ২০২২ সালে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয় সড়কটি।
শেওলা-জকিগঞ্জ সড়কে খানাখন্দ আর গর্তের কারণে দুর্ঘটনার পাশাপাশি অসুস্থ রোগীরা মৃত্যুবরণও করেছেন। অনেকেই গ্রাম ছেড়ে শহরমুখী হয়েছেন। আন্দোলনের প্রস্তুতি নিলেও, জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনা করে স্থানীয় ও প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক সংস্কারে নেমেছেন নিজেরাই।
এমন উদ্যোগ মানবিক দায়বদ্ধতা থেকেই, সড়ক সংস্কারের কাজ অনেকের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে। জানালেন স্থানীয় এ জনপ্রতিনিধি।
এলজিইডি জানিয়েছে, ৪৮ কোটি টাকা বরাদ্দের চাহিদা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দরপত্রসহ প্রক্রিয়া শুরু হবে।
দ্রুত দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজ শুরুর দাবি এলাকাবাসীর।
























