ক্লিনফিড চালুর জন্য ক্যাবল অপারেটরদের কোনও সময় দেয়া হবে না : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ক্লিনফিড চালুর জন্য ক্যাবল অপারেটরদের কোনও সময় দেয়া হবে না।যাদের ক্লিনফিড নেই তাদেরটা চলবে না। এই সিদ্ধান্ত দেশের স্বার্থে। তাই কোনোভাবেই এর ব্যত্যয় ঘটবে না।
সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ-এর সঙ্গে সংলাপে এ কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ব্যাঙের ছাতার মতো আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে না। সম্প্রচার নীতিমালা অনুযায়ী আইপি টিভি কোনও সংবাদ প্রচার করতে পারবে না। এ সময় ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘ডিক্লারেশন দিয়ে যেমন পত্রিকা প্রকাশ করতে হয়, তেমনি অনলাইনের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন ছাড়া অনলাইন খুলতে পারবেন না।