ক্লিনফিডে বিদেশী চ্যানেল সম্প্রচার করে দেশীয় টিভি চ্যানেলের প্রতি বৈষম্য কমানোর আহ্বান

- আপডেট সময় : ০২:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিদেশী চ্যানেল ক্লিনফিডে প্রচার না করাকে, দেশীয় টিভি চ্যানেলগুলোর প্রতি বৈষম্য বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ। তার মতে ,ক্যাবল অপারেটরদের জন্য, দেশের স্বার্থ বিকিয়ে দেয়া যাবে না। আর বিদেশী চ্যানেল ক্লিনফিড প্রচারের সিদ্ধান্তে সরকার বহাল থাকবে, এমন প্রত্যাশা সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসির।
একটা সময় বিজ্ঞাপন সংস্থাগুলো বিজ্ঞাপনের জন্য টিভি চ্যানেলগুলোর ওপর নির্ভরশীল ছিল। কিন্তু গত কয়েক বছরে টেলিভিশনের পাশাপাশি ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অ্যাপস জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়া বিদেশী চ্যানেলগুলো ক্লিনফিডে প্রচার না করায়, বছরে অন্তত ১২শ’ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো।
দেশীয় চ্যানেলে যেখানে বিজ্ঞাপনের জন্য ভ্যাট দিতে হয়,সেখানে বিদেশী চ্যানেল ক্লিনফিডে প্রচার না করা অগ্রহণযোগ্য বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ। তিনি বলেন, দেশের অর্থনেতিক স্বার্থে এ বিষয়ে ছাড় দেয়া উচিত না।
ক্যাবল অপারেটরদের স্বার্থ দেখতে গিয়ে, দেশের রাজস্ব ক্ষতি করার সুযোগ নেই বলেও মনে করেন এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান। তিনি বলেন,অন্যদেশে ক্লিনফিডে প্রচার সম্ভব হলে,সেটি বাংলাদেশেও অসম্ভব নয়।
বিদেশী চ্যানেল ক্লিনফিডে প্রচারের আইন বাস্তবায়নে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে আশাবাদী সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসি।
দু বছর সময় দেয়া হলেও, বিদেশী চ্যানেল ক্লিনফিডে প্রচার না করে, উল্টো বন্ধ করে রাখা দু:খজনক বলে মনে করছেন তিনি।