ক্লাবকে অর্থনৈতিক মন্দার হাত থেকে বাঁচাতে ফুটবলার এবং কোচিং স্টাফ

- আপডেট সময় : ০৯:৪৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ক্লাবকে অর্থনৈতিক মন্দার হাত থেকে বাঁচাতে এগিয়ে আসলেন রিয়াল মাদ্রিদের ফুটবলার এবং কোচিং স্টাফরা। চলতি মৌসুমের বেতন থেকে ২০ শতাংশ অর্থ ক্লাব ফান্ডে দিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
করোনার প্রভাবে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে। লিগ বন্ধ হয়ে যাওয়ায়, বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে ক্লাবগুলো। তার ওপর ফুটবলার এবং কোচিং স্টাফদের বিশাল অঙ্কের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে। তাই নিজেদের ক্লাবকে বাঁচাতে এবার এগিয়ে আসলেন রিয়াল মাদ্রিদের ফুটবলার এবং কোচিং স্টাফরা। আপাতত চলতি মৌসুমের বেতন থেকে ১০ কিংবা ক্ষেত্রবিশেষে ২০ শতাংশ অর্থ দিতে সম্মত হয়েছেন বেল-বেনজামারা। বিষয়টি নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক সার্জিও রামোস। ফুটবলারদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানান তিনি। পাশাপাশি, কোচিং স্টাফরাও ফুটবলারদের মহৎ এ উদ্যোগে অর্থ দিতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন কোচ জিনেদিন জিদান।