ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি
 
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
অঘটনের এক রাত কাটিয়েছে ইউরোপিয়ান ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে হোচট খেয়েছে আর্সেনাল। আর চেলসিকে ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল। তবে, স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে জয় উৎসব করেছে রিয়াল মাদ্রিদ।
ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় কাটানো পেপ গার্দিওলার এ রাতটা ছিলো স্পেশাল। নিজেরর ৪৯তম জন্মদিনে শীষ্যদের কাছে একটা জয় উপহারের প্রত্যাশায় গার্দিওলা।
কিন্তু ক্রিস্টালের প্যালেসের বিপক্ষে সেই পালে হাওয়া দেননি শীষ্যরা। প্রথমার্ধের একমাত্র গোলটি অতিথিদের।
প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে স্বরূপে সিটি। ক্রিস্টাল প্যালেসকে আক্রমনের জোয়াড়ে ভাসিয়ে দলকে সমতায় ফেরান সার্জিও আগুয়েরো।
নির্ধারিত সময়ের শেষের মিনিট তিনেক আগে দলকে আবারো উৎসবে মাতান এই আর্জেন্টাইন। সঙ্গে স্বপ্ন দেখান জয়েরও।
তবে, সেই স্বপ্ন দু:স্বপ্ন হয়েছে ফার্নান্দিনহোর এই আত্মঘাতী গোলে। এতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সিটিজেনদের।
অঘটনের রাতে কপাল পুড়েছে চেলসিরও। নিউক্যাসলের বিপক্ষে আক্রমনের পসরা সাজিয়েও হয়েছে ব্যর্থ। বিপরীতে ভাগ্য সহায় হয়নি নিউক্যাসলেরও।
আক্রমন পাল্টা আক্রমনের খেলা চলেছে গোটা ৯০ মিনিটে। কিন্তু গোলের দেখা নাই। অবশেষ ইনজুরি সময়ে হেইডেনের গোলে জয় উল্লাস করছে নিউক্যাসল।
ইপিএলের অঘটনের রাতে লা লিগায় জয় উদযাপন করছে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিটে যার শুরুটা ক্যাসেমিরো গোলে।
পাল্টা জবাব দিয়েছে সেভিয়াও। খানেক বাদে লুক ডি অংয়ের গোলে সমতায় ফেরে।
তবে, সেভিয়ার এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫ মিনিটের ব্যবধানে নিজেদর জোড়া গোলে দলের জয় নিশ্চিত করেন ক্যাসেমিরো। এ জয়ে বার্সাকে টপকে লিগ টেবিলের শীর্ষে এখন রিয়াল মাদ্রিদ।

 
																			 
																		










