ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড। বিপরীতে ইনিংস পরাজয়ের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষে ৩৫৩ রানে পিছিয়ে প্রোটিয়ারা। দিন শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৩৪ রান।
৩৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ সফরকারীদের টপ অর্ডার। দলীয় ৪ রানে ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। দিনের বাকি সময় দলের বিপদ বাড়তে দেননি ভ্যান ডার ডুসেন ও টেম্বা বাভুমা। এর আগে, প্রথম ইনিংসে ৪৮২ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। ১০৫ রানে ক্রাইস্টচার্চে রং ছড়িয়েছেন হেনরি নিকোলস। ৪ রানের আক্ষেপ নিয়ে ৯৬ রানে আউট হন টম ব্লান্ডেল। এছাড়া ৪৯ রান করেন নেইল ওয়াগনার। প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে অলআউট হয়ছিলো দক্ষিণ আফ্রিকা।










