ক্রমশ অস্থির হয়ে উঠছে চট্টগ্রামের চালের বাজার
- আপডেট সময় : ০৫:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ক্রমশ অস্থির হয়ে উঠছে চট্টগ্রামের চালের বাজার। মোটা চালের দাম অপরিবর্তীত থাকলেও ও সরু চালের দাম বস্তা প্রতি বেড়েছে ১শ থেকে ২শ টাকা। পাইকারী ব্যবসায়ীরা বলছেন, চালের মোকাম ও মজুদদারদের কারসাজিতে পাইকারী বাজারে চালের দামে প্রভাব পড়েছে । দাম নিয়ন্ত্রনে চাল আমদানীর বিকল্প নেই বলে জানান পাইকাররা।
দিন যত গড়াচ্ছে, দেশের অন্যতম পাইকারী চালের বাজার চট্টগ্রামের চাকতাইয়ের আড়তগুলোতে বাড়াছে চালের দাম। মোকামে চালের দাম বৃদ্ধি ও মজুদদারদের কারণে মূলত পাইকারী বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান পাইকারী ব্যবসায়ীরা।
পাইকারদের অভিযোগ, বাজারে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে ঠিকই। কিন্তু খুচরা ব্যবসায়ীরা বেশি লাভে চাল বিক্রি করায় চালের দামের প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে ।
দাম বৃদ্ধিতে সিন্ডিকেটের কারসাজির অভিযোগ অস্বীকার করেন পাইকাররা। মুক্ত বাজার অর্থনীতিতে এটি সম্ভব নয় বলে জানান তারা।
সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন রমজানকে ঘিরে চালের দাম আরো এক দফা বাড়ার আশংকা রয়েছে। নতুন ধান বাজারে আসলে দাম কিছুটা কমতে পারে।
সাধারণ মানুষের মতে, চালের দাম নিয়ন্ত্রনে টিসিবির মাধ্যমে পর্যাপ্ত চাল বিক্রির উদ্যোগ নিতে হবে সরকারকে।










