ক্যান্ডি টেস্টে সেঞ্চুরি পূর্ণ করেছেন মুমিনুল হক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নাজমুল হোসেনের পর ক্যান্ডি টেস্টে সেঞ্চুরি পূর্ণ করেছেন মুমিনুল হক। দ্বিতীয় দিনও অব্যাহত বাংলাদেশের দাপট। সবশেষ সংগ্রহ ২ উইকেটে ৩৭৯ রান।
২ উইকেটে ৩০২ রান নিয়ে দিন শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। পূর্ণ করেছেন দুইশ রানের জুটি। বাংলাদেশ টেস্ট ইতিহাসে টেস্টে ১১তম দুইশতাধিক রানের পার্টনারশিপের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি। অধিনায়ক মুমিনুল তুলে নিয়েছেন ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ হলেও দেশের বাইরে প্রথম শতক মুমিনুলের। বিপরীতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে দেড়শ রানের ল্যান্ডমার্কের নিয়ে গেলেন নাজমুল শান্ত। এর আগে, প্রথম দিনের ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন তামিম ইকবালও। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হন ৯০ রানে।
























