ক্যান্ডি টেস্টে বাংলাদেশকে কঠিন জবাব দিচ্ছে শ্রীলংকা
- আপডেট সময় : ০৮:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
করুণারত্নের ডাবল আর ডি সিলভার সেঞ্চুরিতে ক্যান্ডি টেস্টে বাংলাদেশকে কঠিন জবাব দিচ্ছে শ্রীলংকা। চতুর্থ দিন শেষে ২৯ রানে পিছিয়ে স্বাগতিকরা, দিন শেষে সংগ্রহ ৩ উইকেটে সংগ্রহ ৫১২ রান। এদিন কোন লঙ্কান ব্যাটসম্যানকে ফেরাতে পারেননি তাসকিন, তাইজুল, ইবাদতরা। পুরো দিনই টাইগার বোলারদের শাসন করেছে লঙ্কান চতুর্থ জুটি। ২৩৪ রানে করুণারত্নে আর ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত আছেন ১৫৪ রানে।
উত্তাপ ছড়িয়েও নিরুত্তাপ ক্যান্ডি টেস্ট। বাংলাদেশের দেয়া পাহাড়সম চাপ উতরে এখন অপেনটাই নির্ভার শ্রীলংকা। যার নেপথ্যে দু’জন, করুণারত্নে আর ধনাঞ্জয়া ডি সিলভা।
এ যেন নাজমুল শান্ত আর মুমিনুলের প্রতিচ্ছ্ববি। সময়ের ব্যবধানে আবার এই দুই টাইগারকেও ছাড়িয়ে গেছেন করুণারত্নে আর ডি সিলভা। ৩ উইকেটে ২২৯ রানে দিন শুরু। প্রথম সেশনে উইকেট দূরের কথা কোন সম্ভাবনা তৈরী করতে পারেনি তাসিকন, মিরাজ, ইবাদতরা।
যে সুযোগে পাল্লেকেলেতে রান উৎস করেছেন করুণারত্নে আর ডি সিলভা। ক্যারিয়ারের ১১তম শতক লঙ্কান অধিনায়কের। আর আগের দিনের ২৬ রানের ইনিংসে ক্যারিয়ারের সপ্তম শতকে পূর্ণতা দিলেন সিলভা। পেরিয়েছেন দেড় শতাধিক রানের মাইলফলক।
করণারন্তের উৎসবের উপলক্ষ্যটা তখনও বাকি। টাইগার বোলাদের নিরাশ করে ক্যারিয়ারের প্রথম দ্বিশতক লঙ্কান অধিনায়কের।
দিনের তৃতীয় সেশনে আলোর স্বল্পতায় খেলা বন্ধ থাকে দুই দফা। শেষ পর্যন্ত চতুর্থ দিন আর আলোর মুখ দেখেনি ক্যান্ডি টেস্ট। তাতে ডাবল সেঞ্চুরি আক্ষেপে পুড়লেন সিলভা, অপেক্ষা পঞ্চম দিনের। ২৩৪ রানে অপরাজিত থেকে সঙ্গী করুণারত্নে।
পুরো দিনে উইকেটের দেখা নেই, আলোর স্বল্পতায় খেলা বন্ধ। সবকিছুই ছাপিয়ে আলোচনায় করুণাত্নের আর ডি সিলভার অবিচ্ছিন্ন ৩২২ রানের জুটি। যা হতাশা বাড়িয়েছে বাংলাদেশের। তারপরও পঞ্চম ও শেষ দিনে রোমাঞ্চকর কিছুর অপেক্ষায় টিম বাংলাদেশ।
























