ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
- আপডেট সময় : ০২:৩৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। পাল্লেকেলেত প্রথম ইনিংসে ব্যাট করছে লঙ্কানরা। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮। ১ উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে শ্রীলংকা।
এদিন ৪৩ রান যোগ করতে তিন ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকরা। সুবিধা করতে পারেননি আগের দিনের সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নে। ১৪০ রানে এই ওপেনারকে ফিরিয়ে দিনের প্রথম ব্রেক থ্রো আনেন তাসকিন আহমেদ। ভাঙ্গে ফার্নান্দোর সঙ্গে ১০৪ রানের জুটি। পরে অভিজ্ঞ অ্যাঞ্জেলা ম্যাথিউজকেও ফেরান ঢাকা এক্সপ্রেস। টিকতে পারেননি ধনাঞ্জয়াও। ব্যক্তিগত ২ রানে এই মিডলঅর্ডারকে ফেরান তাইজুল ইসলাম। তবে, ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে লড়ছেন ফার্নান্দো। এর আগে, ক্যাচ মিসের মহড়ায় প্রথম দিন পার করে বাংলাদেশ। যে সুযোগে সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক করুণারত্নে ও থিরিমান্নে। ১১৮-তে আউট হন করুণারত্নে।
























