কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

- আপডেট সময় : ০৮:৪৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
স্প্যানিশ কোপা দেল রে ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের কাছে ৪-৩ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে বার্সার হার ১-০ গোলে।
কোপা দেল রে। অঘটনের শিকার দুই স্প্যানিশ জায়ান্ট রিয়ালা মাদ্রিদ ও বার্সেলোনা। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো এই দুই হ্যাভিওয়েট দলকে।ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শেষ দিকে রোমাঞ্চ ছড়ালেও হার দিয়েই আসরটি থেকে বিদায় নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচের ২২ মিনিটে সোসিয়েদাদকে প্রথম গোলে লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধে আরও জ্বলে ওঠে সোসিয়েদাদ। দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে রিয়ালকে বিধ্বস্ত করে আলেক্সান্ডার ইসাক। তবে ৫৯ মিনিটে মার্সেলোর গোলে ব্যবধান কমলেও ৬৯ মিনিটে ফের ব্যবধান বাড়ায় সোসিয়েদাদ। শেষ দিকে আক্রমণের ধার বাড়ালে ৮১ মিনিটে রদ্রিগোর গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ। আর যোগ করা সময়ে নাচোর গোলে ৪-৩ ব্যবধানে মাঠ ছাড়ে রিয়াল।
এদিকে, রিয়ালের ভাগ্য বরণ করে নিতে হয়েছে বার্সেলোনাকেও। টানা সপ্তমবারের মত ফাইনালের স্বপ্ন ধূষর হলো শেষ আটে এসে। বিলবাওয়ের মাঠে শুরু থেকে একাধিপত্য ছিল বার্সা। পুরো ম্যাচে মাত্র ৩১ শতাংশ বল ছিল বিলবাওয়ের পায়ে। তবে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি কাতালানরা। উল্টো ম্যাচের যোগ করা সময়ে উইলিয়ামসের একমাত্র গোলে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল স্বাগতিকরা।