কোস্টগার্ড পূর্ব জোনের বহরে যুক্ত হলো আরো নতুন ৫ টি জাহাজ
- আপডেট সময় : ০২:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৭১৫ বার পড়া হয়েছে
কোস্টগার্ড পূর্ব জোনের বহরে যুক্ত হলো আরো নতুন ৫ টি জাহাজ। এর মধ্যে ২ টি ইনসোর পেট্রোল ভ্যাসেল, ২ টি টাগ বোট এবং ১ টি ফ্লোটিং ক্রেন। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় নতুন এই জাহাজগুলোর কমিশনিং করা হয়। যাতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। নতুন এই জাহাজগুলোর কারণে আরো আধুনিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হবে কোস্টগার্ড। পাশাপাশি ২০৪১ সালের মধ্যে নিজস্ব জনবল নিয়ে স্মার্ট বাহিনীতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ কোস্টগার্ডের বহরে নতুন ৫ টি জাহাজের কমিশনিং উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গা বেজ ক্যাম্পে এই আয়োজন। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম প্রদান করে কমিশনিং অনুষ্ঠানের বিশেষ প্যারেড। এসময় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সামরিক ঐতিহ্য মেনে নতুন জাহাজগুলোর অধিনায়কের কাছে কমিশনিং ফরমান প্রদান করেন প্রধানমন্ত্রী।
পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বিশাল সমুদ্রে অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার অবদান স্মরণ করেন। পাশাপাশি ১৯৯৪ সালে বিরোধী দলে থেকেও কোস্টগার্ড প্রতিষ্ঠায় সংসদে আওয়ামী লীগের কার্যকর ভূমিকার কথা উল্লেখ করেন।
এসব জাহাজ কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধিসহ মাদক ও মানব পাচার রোধ, উপকূলীয় নিরাপত্তাবিধানে নানা উদ্যোগে সহায়ক ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও অর্থনৈতিক সমুদ্রসীমায় যেকোন অপরাধ দমনে সরকারের বিশেষ নজর রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোস্টগার্ডকে আধুনিক, স্মার্ট ও ডিজিটাল বাহিনী হিসেবে ঢেলে সাজানো হচ্ছে।
সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কোস্টগার্ডকে আরো আধুনিক ও শক্তিশালী করার উদ্যোগ চলমান বলে জানান প্রধানমন্ত্রী।






















