কোরবানীকে সামনে রেখে প্রতিবছর মসলা বাজার চড়া থাকলেও এবার বিক্রি অনেক কম

- আপডেট সময় : ০৭:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
কোরবানীকে সামনে রেখে প্রতিবছর মসলা বাজার চড়া থাকলেও এবার বিক্রি অনেক কম। তাই আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সব ধরণের মসলা। ঈদের আগে ক্রেতা সংকটে হতাশ ব্যবসায়ীরা। এদিকে এক সপ্তার ব্যবধানে বেড়েছে সব ধরণের চালের দাম। প্রতি বস্তা ৫০ থেকে ১ শ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, বন্যার কারণে চালের দাম বাড়তি । কাঁচা মরিচ টমেটো শঁশা ও লেবুর দামও বেশি দামে বিক্রি হচ্ছে ।
প্রতিবছর ঈদুল আজহা এলেই দাম বেড়ে যায় গরম মসলার। তবে এবার জোগান বেশি, কিন্তু বিক্রি কম। তাই বাড়েনি মসলার দাম। আগে নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সব ধরণের মসলা। এতে হতাশ ব্যবসায়ীরা ।
এবার করোনা প্রাদুর্ভাবে কোরবানিতে দাম বাড়ার রীতিতে ভাটা পড়েছে। আদা-রসুন পেঁয়াজের চাহিদা বাড়লেও পাইকারি বাজারে এসব পণ্যের দাম বাড়ার কোন লক্ষণ নেই।
ঈদের বাজারে কাঁচা মরিচ টমেটো শঁশা ও লেবুর দাম বেড়েছে ।এক সপ্তার ব্যবধানে বেড়েছে সব ধরণের চালের দাম। প্রতি বস্তা বেড়েছে ৫০ থেকে ১ শ টাকা আর কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা ।ব্যবসায়ীদের দাবি , বন্যার কারণে চালের দাম বাড়তি । তবে সহনীয় পোলাও’র চালের দাম ।
কোরবানি ঈদ তাই ক্রেতা শুণ্য মাংসের বাজারে গরু মাংস আগের দামে বিক্রি হলেও খাসির মাংস বিক্রি হচ্ছে ৮ শ থেকে ৯ টাকা কেজি ।