কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়

- আপডেট সময় : ০৭:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
এবারের কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে এক ভার্চুয়াল সভাশেষে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, গতবারের চেয়ে এবার গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ৫ টাকা আর ছাগলের চামড়ায় ২ টাকা বাড়ানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা। যা গতবছর ছিল ৩৫ থেকে ৪০ টাকা। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সারাদেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে এবং প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা। বাণিজ্যমন্ত্রী জানান, গতবছর রপ্তানি বাণিজ্য খারাপ হয়নি। সবদিক পরিকল্পনা করে এগুতে পারলে চামড়ার ন্যায্যমূল্য পাওয়া যাবে। ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দেয়ার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি কারো জন্যই স্বস্তিদায়ক নয়। যেহেতু দেশে চামড়ার ভালো দাম পাওয়া যাচ্ছে না, তাই আপাতত বাধ্য হয়ে রফতানির অনুমতি দিতে হয়েছে। তবে দেশী কোম্পানীগুলো ট্যানারি থেকে সঠিক দামে চামড়া কিনে নিলে ওয়েট ব্লু রপ্তানীর প্রয়োজন হবে না।