কোরবানির ঈদকে ঘিরে বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা

- আপডেট সময় : ০৬:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ১৫১৪ বার পড়া হয়েছে
কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টির তৎপরতা আবারও বেড়েছে। ঈদ উপলক্ষ্যে বাড়ি ফেরার পথে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে সক্রিয় হয়ে উঠেছে এসব অপরাধী চক্র। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
পুলিশ জানায়, অজ্ঞান পার্টির সদস্যরা সাধারণত বাস-স্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট ও ফেরিঘাটসহ জনবহুল এলাকায় ঘোরাফেরা করে। তারা কখনও খাবার, পানীয় বা সুগন্ধি জাতীয় দ্রব্যে মিশিয়ে চেতনানাশক দ্রব্য দিয়ে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “আমরা ইতিমধ্যে বিভিন্ন টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। সন্দেহজনক কাউকে দেখলেই নিকটস্থ পুলিশের সহায়তা নিন।”
র্যাব সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অজ্ঞান পার্টির অন্তত ১৫ সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া গেছে চেতনানাশক ওষুধ, নগদ টাকা এবং লুটকৃত মোবাইল।
সচেতনতামূলক পরামর্শ:
অপরিচিত কারো কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ করবেন না।
টার্মিনাল বা স্টেশনে ঘুমিয়ে পড়া বিপজ্জনক হতে পারে।
নিজের ব্যাগপত্র সবসময় চোখের সামনে রাখুন।
কোনো সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে বা নিকটস্থ থানায় জানান।
পরিশেষে বলা চলে, ঈদে মানুষ পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরে, কিন্তু এই আনন্দ যেন কিছু অসাধু চক্রের কারণে দুঃখে পরিণত না হয়। তাই সবার উচিত নিজে সতর্ক থাকা এবং অন্যদেরও সতর্ক ও সচেতন করা।