কোভিডের ভ্যাকসিন আমদানির মাধ্যমে লুটপাটে নেমেছে সরকার

- আপডেট সময় : ০২:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
কোভিডের ভ্যাকসিন আমদানির মাধ্যমে লুটপাটে নেমেছে সরকার অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি আরো বলেন, দুনীর্তির সুযোগ করে দিতেই ভারত থেকে ২ ডলারের করোনার টিকা ৫ ডলারে কিনতে হচ্ছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলায় চার্জগঠন ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সুপরিকল্পিতভাবে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বতর্মান সরকার, অভিযোগ মির্জা ফখরুলের।
বর্তমান সরকার গণবিরোধী উল্লেখ করে বলেছেন, একারণেই দেশে আইনের শাসন নেই। এসময় মির্জা ফখরুল আরো বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে সরানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে মামলা, হামলা, অত্যাচার নির্যাতন চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।