শুভ শীল নামে ছাত্রলীগের এক নেতার ডান হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষরা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের কোপে শুভ শীল নামে ছাত্রলীগের এক নেতার ডান হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার রাতে মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামের ওহাবিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
শুভ শীল মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সে পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামের শ্যামল শীলের ছেলে। মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। আরেক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
গেলরাতে শুভ শীল মঠবাড়িয়া শহর থেকে বাড়ি ফিরার সময় ১০-১৫ জনের একটি দল শুভ শীলের ওপর হামলা করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে শুভর ডান হাতের কবজি কেটে নিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।