কোপা দেল রে’র রাউন্ড অব থার্টি টু’তে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
কোপা দেল রে’র রাউন্ড অব থার্টি টু’তে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রাউন্ড অব থার্টি টু’তে আলকোইয়ানোকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল।আরেক ম্যাচে লিনারেস দেপোর্তিভোকে ২-১ গোলে হারিয়েছে বার্সা।
ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাওয়ের গোলে প্রথমার্ধে লিড নেয় রিয়াল। বিরতির পর ৬৬ মিনিটে ভেগার গোলে সমতায় ফেরে আলকোইয়ানো। তবে অ্যাসেনসিওর গোলে ৭৬ মিনিটে এগিয়ে যায় অ্যানচেলোত্তির দল। একটু পরই গোলরক্ষক হুয়ানের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে রিয়াল।
হুগো দিয়াজের গোলে ১৯ মিনিটে এগিয়ে যায় লিনারেস। গোলের দেখা পেতে বার্সাকে অপেক্ষা করতে হয় ৬৩ মিনিট পর্যন্ত। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ওসমান দেম্বেলে গোল করলে সমতায় ফেরে কাতালানরা। ৬ মিনিট পরই লিনারেসের জালে বল জড়ান বার্সা মিডফিল্ডার হুতগ্লা।