কোপা ইতালিয়ার সেমিফাইনাল নিশ্চিত করেছে এসি মিলান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কোপা ইতালিয়ার সেমিফাইনাল নিশ্চিত করেছে এসি মিলান। কোয়ার্টার ফাইনালে লাৎসিওকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
সান সিরো স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় মিলান। গোলের জন্যও বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ২৪ মিনিটেই রাফায়েল লিয়াওয়ের গোলে লিড নেয় পিওলোর দল। ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন অলিভিয়ার জিরু। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক মিলান। ৭৯ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন ফ্রাঙ্ক কেসির পা থেকে। এদিকে, সেমিফাইনাল নিশ্চিতের মিশনে রাতে মাঠে নামবে জুভেন্টাস। বাংলাদেশ সময় রাত ২টায় জুভিদের প্রতিপক্ষে সাসৌলো।










