কোপা ইতালিয়ার সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান
- আপডেট সময় : ০৯:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭০২ বার পড়া হয়েছে
কোপা ইতালিয়ার সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। কোয়ার্টার ফাইনাল ম্যাচে রোমাকে ২-০ গোলে হারিয়েছে মিলান জায়ান্টরা। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে হোচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এগিয়ে থেকেও বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলরা। তবে, ভিন্ন ম্যাচে জিতেছে ওয়েস্ট হাম ও নিউক্যাসল।
চলতি মৌসুমে এ যেন এক অন্য ইন্টার মিলান। কোপা ইতালিয়া, সিরি আ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সব খানেই মিলান জায়ান্টদের জয়জয়কার। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সিরি আ জয়ের পথ মসৃন ইন্টারের, এবার রোমা কোয়ার্টারের হারিয়ে কোপা ইতালিয়ার পথটাও।
ঘরের মাঠে শুরুতেই চমক ইন্টার মিলানের, এডিন জিকো গোলে। ম্যাচের ২ মিনিটে প্যারিসিচের পাসে স্কোরশিটে নাম তোলেন বসনিয়া তারকা।
খানিক বাদেই ব্যবধান বাড়তে পারতো ইন্টার মিলানের। যদি না বারেল্লার বুলেট গতির শট না ফিরতো গোলবারে লেগে।
প্রথমার্ধে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিলো রোমাও। তবে, গোলরক্ষক দৃঢ়তায় মান বাঁচে ইন্টার মিলানের।
দ্বিতীয়ার্ধেও মিলানের ত্রাতা গোলরক্ষক হ্যান্ডাননোভিচ। একের পর এক আক্রমন করেও মিলান গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি রোমা। উল্টো ৬৮ মিনিটে আরও এক গোল হজমে আসর থেকে ছিটকে যায় সফরকারীরা। চোখ জুড়ানো গোলে ইন্টারকে সেমির আনন্দে ভাসান অ্যালেক্স সানচেজ।
তবে, রাতটা মলিন ম্যানচেস্টার ইউনাইটেডের। এগিয়ে থেকেও বার্নলির ১-১ গোলে ড্র বড্ড বেমাননান ম্যান ইউ’র।
অথচ ১৮ মিনিটে সম্ভাবনার জানান দিয়েছেন পল পগবা। লুক শ’র অ্যাসিস্টে ম্যান ইউকে এগিয়ে দেন ইংলিশ তারকা।
তবে, বিরতির পর কপাল পোড়ে ম্যান ইউ’র। ৪৭ মিনিটে রদ্রিগোর গোলে পয়েন্ট ভাগাভাগি করে বার্নলি।










