কোপা আমেরিকার ১ম সেমিফাইনালে মাঠে নামবে ব্রাজিল

- আপডেট সময় : ০৮:০২:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
কোপা আমেরিকার ১ম সেমিফাইনালে মঙ্গলবার ভোরে মাঠে নামবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ গত আসরের ফাইনালিস্ট পেরু। আসরের ১ম সেমিফাইনালে দুই দলের সামনে সুযোগ টানা ২য় বারের মতো ফাইনালে ওঠার। রিও ডি জেনেরিওতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর ৫টায়।
এবারের কোপা আমেরিকায় যেন উড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্টটাও হচ্ছে তাদেরই দেশে। তার ওপর ভাইটাল প্লেয়ারের সবাইকেই পাচ্ছেন কোচ তিতে। সব মিলে ব্রাজিলের পারফরমেন্সে যোগ হয়েছে এক অন্য মাত্রা। গেলবার যে পেরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেলেসাওরা- সেই পেরুর বিপক্ষে এবার সেমিফাইনাল। এ আসরেও গ্রুপ পর্বে ওদেরকে এক হালি গোল দিয়েছে তিতের ছেলেরা, তাই আত্মবিশ্বাসে টইটুনম্বুর ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এত হিসেব নিকেশের পর পেরুকে ছোট করে দেখার সুযোগ নাই। নকআউট স্টেজে ঘটে যেতে পারে যেকোন কিছু। কোয়ার্টারেও চমক দেখিয়েছে পেরুভিয়ানরা। তার সেমিফাইনালে পেরুর বিপক্ষে সাবধানীই থাকবেন ব্রাজিল বস তিতে।