কোন প্রার্থীর বাড়িতে গিয়ে সহানুভূতি জানানো বিদেশী কূটনীতিবিদের কাজ নয়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
কোন প্রার্থীর বাড়িতে গিয়ে সহানুভূতি জানানো বিদেশী কূটনীতিবিদের কাজ নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে একটি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিদেশীদের কাছে নালিশ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। তাদের জন্য কুটনীতিকরা শিষ্টাচার লঙ্ঘন করছেন। যেকোন স্থানীয় নির্বাচনে বিদেশী কুটনীতিকরা আগ্রহী হয়ে ওঠেন। এছাড়াও ২৮ জন বাংলাদেশী পাসপোর্টধারীকে বিভিন্ন দূতাবাসের পক্ষে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করেন ড. হাছান মাহমুদ।