কোন দলের সমর্থন নিয়ে উপনির্বাচনে প্রার্থিতা করিনি : হিরো আলম
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ২১৫৩ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচন হলে বগুড়া ৪ আসনে থেকে জয়ী হয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন সেখানকার উপনির্বাচনের পরাজিত প্রার্থী হিরো আলম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে তিনি এ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
ওবায়দুল কাদেরের বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, কোন দলের সমর্থন নিয়ে উপনির্বাচনে প্রার্থিতা করেন নি। আগামীতেও তিনি স্বতন্ত্র হিসেবেই ভোটে দাঁড়াবেন বলে জানান তিনি। এসময় হিরো আলম দাবি করেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণ। বগুড়া -৪ আসনের উপ নির্বাচনের ভোট পুনরায় গণনার দাবিতে হিরো আলম দুপুরে বগুড়ার জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

 
																			 
																		



















