কোনোভাবেই যেন দেশে করোনা ভাইরাস ঢুকতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা

- আপডেট সময় : ১০:০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কোনোভাবেই যেন দেশে করোনা ভাইরাস ঢুকতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশনা দেন তিনি।
সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা জানান, মন্ত্রপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এতে মন্ত্রিপরিষদ সদস্যরা অংশ নেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রপরিষদ সচিব জানান, উহান থেকে আরো ১৭১ জন বাংলাদেশি আসতে চায়। সরকার তাদের আনার জন্য উদ্যোগ গ্রহন করেছে। উহান থেকে ফিরে আসা পাইলটদের অন্য কোনো দেশ ঢুকতে দিচ্ছে না। তাই বাংলাদেশ থেকে নতুন করে আপাতত কোনো ফ্লাইট দেয়া যাচ্ছে না। মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, পদ্মা সেতুতে কাজ করা উহানের শ্রমিকরা সাময়িকভাবে এ দেশে আসতে পারবে না। এদিন, মন্ত্রিসভায় কোম্পানি আইনে একটি ধারা সংশোধনেরও অনুমোদন দেয়া হয়।